রচয়িতাঃ শহিদুল আলম
একটি ছোট্ট ঘটনা
তাতেই এই বিরাম্বনা।
এ নিয়ে কত যে রটনা !
সামনে কি আছে জানিনা ।
কেউ বলে হয়েছে পাপের সাজা
জিন-ভুতে ধরেছে
ভিন গায়ে আছে যে এক বাবা খাজা
নিয়ে চল তাঁর কাছে ।
কারো মতে জীবন আমার শেষ
কেউবা বলে হয়েছে বেজায় বেশ
বাড় বড় বেড়েছিল ওর
জীবনে হবেনা কখনও ভোর
হুইলচেয়ারে বসে ভাবি আমি
ছিল জীবন কত দামী
কখনও কি পাব না আর কোন দাম
কে ভেবেছিল, হবে আমার এহেন পরিনাম